Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকল্প

প্রকল্পের নাম ও সার-সংক্ষেপ

লক্ষ্য ও উদ্দেশ্য

০১. ইউসিসিএ-মূল কর্মসূচী

গ্রাম পর্যায়ে কৃষকদের নিয়ে সমবায় সমিতি গঠন, সমিতির সদস্যদের নিজস্ব পুঁজি গঠনের জন্য শেয়ার-সঞ্চয় জমা করণ, সদস্যদের প্রশিক্ষণ প্রদান, বিভিন্ন ফসল উৎপাদনের জন্য ঋণ সহায়তা প্রদানের মাধ্যমে সদস্য তথা সমাজের আর্থ-সামাজিক উন্নয়ন।

০২. আবর্তক ঋণ কমূসূচী

গ্রাম পর্যায়ে গঠিত সমিতির সদস্যদের নিজস্ব পুঁজি গঠনের জন্য শেয়ার-সঞ্চয় জমা করণ, বিভিন্ন ফসল উৎপাদনের জন্য বাংলাদেম সরকারের নিজস্ব অর্থায়নে ঋণ সহায়তা প্রদানের মাধ্যমে সদস্য তথা সমাজের আর্থ-সামাজিক উন্নয়ন।

০৩. মহিলা উন্নয়নঅনুবিভাগ

গ্রাম পর্যায়ে মহিলাদের  নিয়ে সমবায় সমিতি গঠন, সমিতির সদস্যদের নিজস্ব পুঁজি গঠনের জন্য শেয়ার-সঞ্চয় জমা করণ, সদস্যদের প্রশিক্ষণ প্রদান, বিভিন্ন বিভিন্ন কর্মকান্ডে ঋণ সহায়তা প্রদানের মাধ্যমে গ্রামীন মহিলাদের তথা সমাজের আর্থ-সামাজিক উন্নয়ন।

০৪.সমন্বিত দারিদ্র বিমোচন

     কর্মসূচী(সদাবিক)

পলস্নী এলাকার বিত্তহীন জনগোষ্ঠীকে(পুরম্নষ ও মহিলা) অনানুষ্ঠানিক দলভুক্ত করে আত্মকর্মসংস্থান সৃষ্টি, জীবন যাত্রার গুনগত মান উন্নয়ন,প্রশিক্ষণ ও সঞ্চয় জমার মাধ্যমে আয়বর্ধনমূলক কর্মকান্ড ভিত্তিক ঋণ কার্যক্রম পরিচালনা, মানব সম্পদ উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, মহিলাদেও সচেতনতা ও ক্ষমতায়নের সুযোগ সৃষ্টি কর্মসূচীর মূল উদ্দেশ্য।

০৫. পলস্নীপ্রগতি প্রকল্প

দারিদ্র বিমোচনের লক্ষ্যে প্রকল্পভুক্ত সদস্য/সদস্যাদেও নিয়ে সংগঠন সৃষ্টি, সচেতনতা বৃদ্ধি, পেশাভিত্তিক দক্ষতা বৃদ্ধি. আয় ও স্ব-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে তাদেও নিজস্ব পুঁজির সহায়ক হিসাবে ঋণ সুবিধা প্রদান প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য।

০৬. আদর্শ গ্রাম প্রকল্প-২

* আদর্শ গ্রাম প্রকল্প-২ এর আওতায় বাস্তবায়িত আদর্শ গ্রামের সুফলভোগীদেও কৃষি

   সংশ্লিষ্ট ও বিভিন্ন আয়বর্ধক কর্মকান্ড গ্রহনের জন্য সহায়ক তহবিল হিসাবে ক্ষুদ্র ঋণ

   প্রদান,

* এ ঋণদান কার্যক্রম পরিচালনার জন্য আয়বর্ধক ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান।

০৭.অসচ্ছল মুক্তিযোদ্ধা ও তাঁদের

     পোষ্যদের জন্য প্রশিক্ষণ এবং

     অত্মকর্মসংস্থান কর্মসূচী

* অসচ্ছল মুক্তিযোদ্ধা ও তাঁদের পোষ্যদেও বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা

   বৃদ্ধিপূর্বক আয় সঞ্চারন ও আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প গ্রহনে উদ্বুদ্ধকরণ

* অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের অর্থনৈতিক উন্নয়ন ও তাঁদেরকে আত্মনির্ভরশীল করে

   তোলা এবং এর মাধ্যমে তাঁদেও দারিদ্র লাঘব করা

০৮. একটি বাড়ি একটি খামার

      প্রকল্প

প্রকল্পের মূল লক্ষ্য প্রতিটি পরিবারকে মানব ও অর্থনৈতিক সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে টেকসই আর্থিক কার্যক্রমের একক হিসাবে গড়ে তোলার মধ্য দিয়ে ২০১৫ সালের মধ্যে জাতীয় দারিদ্র ৪০% থেকে ২০%-এ নামিয়ে আনা।

০৯. অংশীদারিত্বমূলক পলস্নীউন্নয়নপ্রকল্প-২(পিআরডিপি-২)

* জনগনের অংশগ্রহনের মাধ্যমে ব্যাপক ভিত্তিক উন্নয়ন নিশ্চিত করা,

* সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান/সংস্থার সকল সেবা ও সরবরাহ ফলপ্রসুভাবে সাধারণ

   জনগনের নিকট পৌছানো নিশ্চিত করা,

* জীবনমান উন্নয়নে ক্ষুদ্র অবকাঠামো মেরামত/নির্মাণ,

* স্থানীয় সম্পদ আহরণ

* জন সম্পদের উন্নয়ন,

* ইউনিয়ন পরিষদকে One stop Service Delivery Stationহিসাবে রম্নপায়ন,

* সকলক্ষেত্রে স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করা।